জলপাইগুড়ি : অবৈধভাবে কনটেনারে লুকিয়ে মোষ পাচারের অভিযোগ। অভিযান চালালো BSF। ৩১ নং জাতীয় সড়ক থেকে অভিযান চালিয়ে অবৈধভাবে মোষ পাচারের অভিযোগে গ্রেফতার পাঁচজন। উদ্ধার ৪১টি মোষ। BSF এর জলপাইগুড়ি সেক্টরের ৯৮ ব্যাটেলিয়ানের জওয়ানরা ৩১ নং জাতীয় সড়কের রানীনগরে অভিযান চালায়।

কনটেনারকে আটক করে তল্লাশী চালায় BSF। দেখা যায় কনটেনারে করে অবৈধভাবে মোষ পাচার হচ্ছিল। কনটেনারে ৪১ টি মোষ ছিল। অবৈধভাবে বাংলাদেশে পাচারের ছক করা হচ্ছিল বলে BSF সুত্রে জানা যায়। ধৃতদের কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।