জলপাইগুড়িতে ফলছে থাইল্যান্ডের আম (ভিডিও সহ)

জলপাইগুড়ি : বর্তমানে বাড়ির ছাদে অনেককেই বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি চাষ করতে দেখা যায়। বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর কাড়ে বটে! সেরকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদবাগানেই এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আম। তবে জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিং-এর বাড়িতে চাষ হচ্ছে এমন এক আমের যার প্রতিটির ওজন চমকে দেওয়ার মতো।

Mangoes of Thailand are growing in Jalpaiguri

এই আমগাছটি থাইল্যান্ডের প্রজাতির আমগাছ। গাছে বেশি ফলন হয় না। তবে, যে কটা আম ফলে তা দশটি সাধারণ আমের সমান। জলপাইগুড়ি শহরের বাসিন্দা বসন্ত বাবুর বরাবরই ছাদে বিভিন্ন চাষ করার শখ। গত তিন বছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এই গাছের এক একটি আমের ওজন হয় ২ কেজি থেকে ২ কেজি ২০০ গ্রাম পর্যন্ত। প্রায় তিন বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন। আমটির আরও একটি বিশেষত্ব হল এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে। বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্নধরনের এই আম স্বচক্ষে দেখতে বসন্ত বাবুর বাড়িতে ভীড় করেন বহু প্রতিবেশী। এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে অন্য আরও নামিদামি প্রজাতির আমের গাছ। বলাই বাহুল্য, ছাদ বাগান জুড়েই তার এখন নজর কাড়া আম বাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *