জলপাইগুড়ি : টোটোচালকদের উপর পুলিশি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানালো সিআইটিইউ অনুমোদিত ই – রিকশা চালক ইউনিয়ন। অভিযোগ বেশ কিছু দিন ধরেই বিভিন্ন অজুহাতে টোটো আটক করছে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। টোটোয় মাল ওঠানো, জাতীয় সড়কে টোটো চালানো, স্কুলের সামনে টোটো থেকে ছাত্র – ছাত্রীদের ওঠানো – নামানো ইত্যাদি নানা কারণে টোটো আটক করে তিন থেকে সাতদিন আটকে রাখা হচ্ছে। জরিমানাও করা হচ্ছে টোটোচালকদের। এরই বিরোধিতা করল টোটোচালকরা।

সিআইটিইউ অনুমোদিত ই – রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, টোটোচালকদের উপর পুলিশি জুলুম মেনে নেওয়া হবে না । তিনি জানান, বহু ছাত্র – ছাত্রী এবং অভিভাবকরা টোটোর উপর নির্ভরশীল। স্কুলের সামনে থেকে হটাৎ টোটো আটক করায় বিপদে পড়ছেন টোটোচালক ও ছাত্র – ছাত্রীরা । স্কুলের গেট থেকে দূরে ছাত্র – ছাত্রীদের নামালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে দায়িত্ব বর্তাবে

টোটোচালকদের ঘাড়ে। এক্ষেত্রে সব স্কুলের গেটে ট্রাফিক পুলিশের দাবি জানিয়েছেন তিনি। মাল পরিবহনের ক্ষেত্রে টোটোয় চারজন যাত্রীর গড় ওজন ৫০ কেজি হিসাবে টোটোর ভিতরে মোট দুই কুইন্টাল পর্যন্ত মাল পরিবহনের ছাড়পত্র দাবি করেছেন তিনি। জাতীয় সড়কে টোটো চলাচলের নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও কিছু জায়গার ক্ষেত্রে যেখানে অল্প দূরত্ব জাতীয় সড়কে না গিয়ে ঘুরপথে গেলে অনেক বেশি দূরত্ব যেতে হবে, সেক্ষেত্রে ছাড়ের দাবি জানিয়েছেন তিনি। সমস্ত বিষয়টি নিয়ে দ্রুত ডিএসপি ট্রাফিকের সঙ্গে কথা বলা হবে বলে জানান হয়েছে।
যদিও ট্রাফিক অফিস সূত্রে জানা যায় টোটো চালকরা আইন ভঙ্গ করে বিভিন্ন জায়গায় টোটো রেখে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা করছে আর তারই জন্য বেশ কয়েকটি টোটোকে আটকানো হয়েছে।