SUCI-এর বনধের প্রভাব জলপাইগুড়ি শহরে কতটা জানুন (ভিডিও সহ)

জলপাইগুড়ি : SUCI-এর ডাকে সকাল ৬টা থেকে চলছে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট। এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ডাকা শুক্রবারের বারো ঘণ্টার বাংলা বনধ এর তেমন প্রভাব পরেনি জলপাইগুড়ি শহরে। বনধ উপেক্ষা করে জলপাইগুড়ি শহরে সরকারি বাস সকাল থেকেই চলতে শুরু করেছে। বেসরকারি বাস তেমন ভাবে চলতে দেখা না গেলেও প্রতিদিনের মতো এদিনও শহরে টোটো চলছে। খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, দোকান পাট, শপিং মল। বনধ কে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মেতায়েন রয়েছে পুলিশ। বনধের সমর্থনে এদিন শহরে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের সদস্যদের মিছিল করতে দেখা গেছে।

যদিও আজকের বনধ অনেকটাই সফল এমনটাই দাবি এস ইউ সি আই দলীয় কর্মী সমর্থকদের।তাদের দাবি রাজ্যে আর জি করের যে ঘটনা তা নিয়ে সাধারণ মানুষের মনের ভাব প্রকাশ পেয়েছে আজকের বনধ দেখে। তাদের দাবি সরকারি বাস পুলিশি পাহারায় চলাচল করলেও বেসরকারি বাসের দেখা কিন্তু মিলছে না রাস্তায়।

উল্লেখ্য, আরজি করে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আজ বারো ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে তারা। যদিও রাজ্যে কোনও বনধ হবে না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টেয় মৌলালি থেকে মিছিল করবেন তৃণমূল নেত্রী। অন্যদিকে আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে প্রতিবাদে সরব বিজেপি। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি-র মহিলা মোর্চা।

Know the impact of SUCI closure on Jalpaiguri city

আজকের ডাকা বনধ প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের জলপাইগুড়ির সদস্য জীবন সরকার জানান, আরজি করে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আজ বারো ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে তারা। তবে সাধারণ মানুষের উপর নির্ভর করেই এই বনধ ডাকা হয়েছে। তারা আজ বনধের সমর্থনে বিক্ষোভ, মিছিল, মানুষকে অনুরোধ করবেন ধর্মঘট কে সফল করার জন্য। এই অন্যায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের যে ন্যাক্কারজনক ভূমিকা এর জোরালো যাতে প্রতিবাদ আসে এটাই আমরা সামনে আনতে চাইছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *