মমতার ডাক্তারদের দিয়ে ‘আত্মহত্যা’ লিখিয়ে এনেছে পুলিশ’ কৃষ্ণনগরে বললেন শুভেন্দু অধিকারী

কলকাতা : মমতার ডাক্তারদের দিয়ে ‘আত্মহত্যা’ লিখিয়ে এনেছে পুলিশ’। শনিবার
কৃষ্ণনগরে নিহত তরুণীর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানিমা অমৃতা রায়কে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরে নিহত তরুণীর পরিবারের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। তিনি পরিবারকে সব রকম আইনি সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

Police have written 'suicide' with Mamata's doctors' said Shuvendu Adhikari in Krishnanagar

শুভেন্দু দাবি করেন, শারীরিক নির্যাতন করে তরুনীকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মমতা ব্যানার্জির ডাক্তারদের দিয়ে ‘আত্মহত্যা’ বলে লিখিয়ে এনেছে পুলিশ। তাঁর কটাক্ষ, যে রাজ্যে ডাক্তার জেলে থাকে। যে রাজ্যে ওসি জেলে থাকে। সেই রাজ্যে পুলিশকে কেউ বিশ্বাস করে না। শুভেন্দু আরও বলেন, মৃতার পরিবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি করেছেন। সিনিয়র আইনজীবী দিয়ে আইনি লড়াইয়ে তিনি সহযোগিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *