জলপাইগুড়ি : পশ্চিমবঙ্গের কলেজগুলোতে গুণ্ডারাজ চলছে। শুক্রবার জলপাইগুড়িতে ঠিক এমন ভাষাতেই রাজ্যের কলেজগুলোর বর্তমান অবস্থার ব্যাখ্যা করেন ছাত্র পরিষদের রাজ্যে সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী। কলেজগুলোতে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে এমন ব্যবস্থা কায়েম করেছে রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেসের কিছু ছাত্ররূপী গুণ্ডা, যে কারনে সাধারন ছাত্র ছাত্রীদের স্বাভাবিক কলেজ জীবন আজ বিপন্ন, চলছে থ্রেট কালচার, ভয় দেখিয়ে ছাত্র ছাত্রীদের শাসক দলের অনুষ্ঠানে, মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে, সুষ্ঠ কলেজ সংসদ না থাকার কারণে কলেজগুলোতে নানান সমস্যার দিকে কারো নজর নেই, এমনকি বেশিরভাগ কলেজের বাথরুম এতটাই অপরিষ্কার যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সব মিলিয়ে এটাই বলা যায় রাজ্যের কলেজ গুলোতে চলছে গুণ্ডাদের রাজ।
