জলপাইগুড়ি: সিএবি পরিচালিত তিনদিনব্যাপী ইন্টার-ডিস্ট্রিক্ট আন্ডার-১৮ মহিলা ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার থেকে শুরু হলো জলপাইগুড়ির জেওয়াইএমএ ক্লাব ময়দানে। প্রতিযোগিতাটি চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল জলপাইগুড়ি এবং নদীয়া।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিহির কুমার। পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি খেলার আনুষ্ঠানিক সূচনা করেন। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আজকের ম্যাচে টসে জিতে জলপাইগুড়ি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে নদীয়ার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জলপাইগুড়ি বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। নদীয়া দল নির্ধারিত ওভারেই সহজ লক্ষ্য তাড়া করে ৪৪ রানে জয় লাভ করে।
আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নদীয়া এবং মালদা দলের মধ্যে লড়াই হবে। খেলা অনুষ্ঠিত হবে জেওয়াইএমএ ক্লাব ময়দানে।
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।