জলপাইগুড়ি : শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়ার বাসিন্দা বুলা চক্রবর্তীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেখানে ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল বিভাগে।
অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় টোটো চালক পিন্টু দে ও অন্যান্য প্রতিবেশীরা তৎপরতার সঙ্গে ঘরে আটকে পড়া দুই বৃদ্ধাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রান্নাঘরের কিছু সামগ্রীর ক্ষতি হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় চক্রবর্তী পরিবার এবং এলাকাবাসী।
স্থানীয়দের দ্রুত পদক্ষেপ ও দমকলের সময়মতো উপস্থিতি এই দুর্ঘটনা বড় আকার ধারণ করতে দেয়নি বলে এলাকাবাসীরা স্বস্তি প্রকাশ করেছেন।