লুঙ্গি ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভাবতে হবে: মিঠুন চক্রবর্তী (ভিডিও সহ)

বিশ্বজিৎ নাথ : রবিবার টিটাগড়ের ব্রহ্মস্থানে বিজেপির সদস্যপদ গ্রহণ কর্মসূচিতে যোগ দেন সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর উপস্থিতিতে জনতার ভিড় উপচে পড়ে। তবে ভোট বাক্সে তাঁর প্রভাব না পড়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

Think about Lungi and Lakshmi's collection: Mithun Chakraborty

সাংবাদিকদের এই প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, “আমাদের নিজেদের মধ্যেও কিছু ভুল রয়েছে। সেগুলো শুধরে নিতে হবে। পাশাপাশি লুঙ্গি ও লক্ষ্মীর ভাণ্ডার (তৃণমূল কংগ্রেসের প্রকল্প) মোকাবিলায় আমাদের ভাবতে হবে।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। মিঠুনের বক্তব্য বিজেপির রাজনৈতিক কৌশল ও দলের অভ্যন্তরীণ উন্নয়ন নিয়ে নতুন করে ভাবনার ইঙ্গিত দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *