শুরু হলো এনটিসিজে-র ৩০তম বার্ষিক প্রকৃতি পাঠ ও শৈলারোহন শিবির

জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত ইয়ংটং-এ অনুষ্ঠিত হচ্ছে নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি (এনটিসিজে)-র ৩০তম বার্ষিক প্রকৃতি পাঠ ও শৈলারোহন শিবির। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরটি শুরু হয়েছে ২৬শে ডিসেম্বর এবং চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

এবারের শিবিরে জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮ থেকে ৫৩ বছর বয়সী প্রায় ৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন ক্লাবের ২৮ জন অভিজ্ঞ প্রশিক্ষক।

ছয় দিনের এই শিবিরে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে: ট্রেকিং ও রক ক্লাইম্বিং, র‌্যাপলিং ও জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং ও সার্ভাইভাল টেকনিক, রিভার ক্রসিং, ফায়ার এবং শেল্টার মেকিং, ট্রেজার হান্ট ও ফার্স্ট এইড এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক কর্মশালা।

এই প্রশিক্ষণ দিচ্ছেন সংস্থার অভিজ্ঞ পরিবেশবিদ ও পর্বতারোহীরা। ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস জানিয়েছেন, শিবিরটি শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন ও পরিবেশ সুরক্ষার শিক্ষা প্রদানের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে।

NTCJ's 30th Annual Nature Lessons & Rock Climbing Camp begins

শিবিরের উদ্বোধন করেন ইয়ংটং চা বাগানের ম্যানেজার সৌম্য ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত সদস্য ধনরাজ তামাং, সমাজসেবী বাবলু বিক্রম এবং ক্লাবের কর্মকর্তারা।

শিবির শেষে সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট, কোর্স ব্যাজ এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডেন্ট দেবাশীষ লালা।

ক্যাম্প চলাকালীন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক সুজয় বণিক।

এই শিবিরের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মেলবন্ধন ঘটানোর পাশাপাশি শারীরিক দক্ষতা এবং মানসিক দৃঢ়তা অর্জনের সুযোগ পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *