জলপাইগুড়িতে ১২ই জুলাই কমিটির মহামিছিল, ন্যায় বিচার ও গণতন্ত্র রক্ষার দাবিতে সরব

জলপাইগুড়ি: ন্যায় বিচার, নিয়োগ দুর্নীতি, গণতন্ত্র ও সম্প্রীতি রক্ষার দাবিতে উত্তাল হল জলপাইগুড়ি শহর। শুক্রবার ১২ই জুলাই কমিটির ডাকে শহরে এক বিশাল মহামিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটি বড় পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

কমিটির প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হল—আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সমস্ত অপরাধীদের কঠোর শাস্তি, নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা, এবং সম্প্রীতির বজায় রাখা। মোট দশ দফা দাবি তুলে মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ।

১২ই জুলাই কমিটির আহ্বায়ক বাণীব্রত সাহা ও প্রদীপ কর্মকার মিছিলের নেতৃত্ব দেন। তাঁদের সঙ্গে ছিলেন কমিটির অন্যান্য নেতৃত্বরা। বাণীব্রত সাহা বলেন, “দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলন। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং মানুষের অধিকারের জন্য আমাদের লড়াই চলবে।”

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান এবং পোস্টারের মাধ্যমে তাঁদের দাবি প্রকাশ করেন। রাজ্যের অন্যান্য জায়গার মতো জলপাইগুড়িতেও এই আন্দোলন যথেষ্ট গুরুত্ব পেয়েছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন শুধুমাত্র একটি মিছিল নয়, এটি মানুষের অধিকার এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য একটি পদক্ষেপ। আন্দোলনের পরবর্তী পর্যায়েও তাঁরা রাজ্যজুড়ে আরও কর্মসূচি পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *