জাতীয় যুব দিবসে জলপাইগুড়িতে প্রকাশিত হল “মিশন চায়না” পুস্তিকা

জলপাইগুড়ি: জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার জলপাইগুড়িতে প্রকাশিত হল চীন সফরের ইতিবৃত্ত নিয়ে রচিত পুস্তিকা “মিশন চায়না”। জনমত পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পুস্তিকা প্রকাশ করা হয় নেতাজি সুভাষ ফাউন্ডেশনের প্রাঙ্গণে।

চীন সফরের উদ্দেশ্য এবং অভিজ্ঞতা নিয়ে রচিত এই পুস্তিকাটি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিদলের সফরের ভিত্তিতে রচিত। উল্লেখ্য, গত ১০ই ডিসেম্বর পার্টি টু পার্টি সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে ৬ সদস্যের একটি দল চীন সফর করেন। এই দলে অন্যতম ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়।

অনুষ্ঠানটি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অমল গোস্বামী, তপন চক্রবর্তী, বিকাশ বন্দ্যোপাধ্যায়, রাম অবতার শর্মা সহ আরও অনেকে।

গোবিন্দ রায় পুস্তিকার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, চীন সফরে তারা চীনের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। “মিশন চায়না” পুস্তিকাটি সেই অভিজ্ঞতাগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *