তিস্তা স্পারে পিকনিকের মরসুম শুরু, জমজমাট রবিবাসরীয় উদযাপন

জলপাইগুড়ি: শুরু হয়েছে পিকনিকের মরসুম। শহর সংলগ্ন তিস্তা নদীর স্পার এলাকায় রবিবাসরীয় দিনটি জমজমাট হয়ে উঠেছে। প্রতিবছরের মতো এ বছরও শীতকালীন ছুটির সুযোগে তিস্তা নদীর চরে পিকনিক করতে ভিড় জমাচ্ছেন মানুষ।

তিস্তা নদীর স্পার এলাকাটি জলপাইগুড়ি শহর ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের কাছে পিকনিকের আদর্শ স্থান। এদিন সেখানে বেশ কিছু পিকনিক পার্টিকে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠতে দেখা গেল।

পিকনিক করতে আসা খালেদা ইয়াসমিন জানান, “ছুটির দিনে শিশুদের সঙ্গে নিয়ে চড়ুইভাতিতে আনন্দ করছি। এখানকার পরিবেশ অত্যন্ত ভালো, পিকনিকের জন্য আদর্শ। সবাই মিলে আড্ডা, হৈ-হুল্লোড় করে দিনটা উপভোগ করছি। তিস্তা স্পারের এই সুন্দর পরিবেশ আমাদের খুব ভালো লাগে।”

শীতের সকালে তিস্তার মনোরম পরিবেশ আর খোলা আকাশের নিচে পিকনিকের আনন্দে মেতে ওঠা মানুষের দৃশ্য সত্যিই মনোরম। প্রতিবছরের মতো এবারও তিস্তা স্পার শীতকালীন ছুটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *