বাঘাযতীনে হেলে পড়ল চারতলা ফ্ল্যাট, এলাকায় চাঞ্চল্য

কলকাতা : দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়েছে একটি চারতলা ফ্ল্যাটবাড়ি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ এবং পুর প্রশাসন ফ্ল্যাটের সমস্ত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই এবং তেমন কোনো বড় দুর্ঘটনার খবর মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাটবাড়িতে আগে থেকেই ফাটল দেখা গিয়েছিল। সেই সময় পুর কর্তৃপক্ষের হস্তক্ষেপে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অভিযোগ, পরে সেই ফ্ল্যাটেই পুনরায় বসবাস শুরু করেন অনেকে।

পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ফ্ল্যাটটি নিয়ে আরও অভিযোগ উঠেছে যে, এটি নির্মাণের সময় নিয়ম মানা হয়নি। ওই এলাকায় তিনতলা বাড়ি নির্মাণের অনুমতি থাকলেও, চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল বলে স্থানীয়রা দাবি করেছেন।

A four-storey flat collapsed in Baghajatin causing excitement in the area

ফ্ল্যাটটি কী কারণে হেলে পড়ল, তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। পুর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসী আরও সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকা দাবি করছে প্রশাসনের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *