বিশ্বজিৎ নাথ : ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহার দায়ের করা একটি মামলায় তলব পেয়ে ব্যারাকপুর কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টে হাজিরা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
অর্জুন সিংয়ের অভিযোগ, “পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পুলিশে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি বাংলার সর্বনাশ করছেন। পুলিশ প্রশাসনিক কাজ ছেড়ে নেত্রীকে খুশি করার চেষ্টা করছে। তারা দলদাস হয়ে গেছে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের হওয়া একটি মামলায় অর্জুন সিংকে আগামী ২১ জানুয়ারি ফের ডাকা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করছে জেহাদিরা। আমি এই তথ্য প্রকাশ করায় আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।”
অর্জুন সিং আরও জানান, ২১ জানুয়ারির পর তিনি এই মামলার তদন্তভার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-কে দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হবেন। তাঁর কথায়, “বিরোধীদের কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করছে তৃণমূল সরকার। কিন্তু আমি ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাব।”