জলপাইগুড়ি : শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করতে ফের সচেতনতার প্রচার অভিযান শুরু করল জলপাইগুড়ি পুরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে শহরের বিভিন্ন দোকান ও বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে তা পুনর্ব্যবহারযোগ্য করে সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের প্রথম ধাপের পর, এবার দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান শুরু করা হল পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে।
পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী জানান, এখন পর্যন্ত বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ শতাংশ সফলতা পাওয়া গেছে। এবার লক্ষ্য ১০০ শতাংশ সফলতা অর্জন করা। সেই লক্ষ্যে নতুন করে প্রচার শুরু হয়েছে, যাতে শহরের প্রতিটি নাগরিক সচেতন হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে বর্জ্য ফেলেন।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে শহরের প্রতিটি বাড়ি ও দোকান থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট ফি চালু করা হচ্ছে। এই ফি’র হার নির্ধারণ করা হয়েছে, সাধারণ বসতবাড়ির ক্ষেত্রে প্রতি মাসে ৩০ টাকা, সাধারণ দোকানগুলোর ক্ষেত্রে প্রতি মাসে ৩০ টাকা, খাবারের দোকানের ক্ষেত্রে প্রতি মাসে ৫০ টাকা।
পুরসভার তরফে স্পষ্ট জানানো হয়েছে, যদি কেউ নির্দিষ্ট বালতিতে বর্জ্য না রেখে এলোমেলোভাবে আশপাশে ফেলেন, তাদের বিরুদ্ধে জরিমানা এমনকি মামলাও করা হবে।
পুরসভার এই উদ্যোগ শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জলপাইগুড়ি শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার পরিকল্পনা নিয়েছে পুরসভা।