জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে স্পর্শ কুষ্ঠ জনসচেতনতা অভিযান। ৩০শে জানুয়ারি থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির (কুষ্ঠ নিয়ন্ত্রণ বিভাগ) উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়।
পদযাত্রাটি জলপাইগুড়ি পুরসভা চত্বর থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে পুরসভায় এসে শেষ হয়। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কুষ্ঠ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কুষ্ঠ হলে করণীয় বিষয় সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে।

এদিন বিশেষ সচেতনতামূলক ট্যাবলোর উদ্বোধন করা হয়, যা জেলার বিভিন্ন এলাকায় ঘুরে জনসচেতনতা বৃদ্ধি করবে। পদযাত্রায় স্বাস্থ্যকর্মী, ডাক্তার, আশা কর্মী, নার্স এবং জলপাইগুড়ি পুরসভার কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
জলপাইগুড়ির ডেপুটি সিএমওএইচ (১) ডক্টর ত্রিদিব দাস জানান, “জেলার প্রতিটি কোণায় কুষ্ঠ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। কুষ্ঠ হলে কী করণীয়, কীভাবে চিকিৎসা করাতে হবে—সেসব নিয়েও প্রচার চালানো হচ্ছে।

এছাড়া, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেন, “কুষ্ঠ নিয়ে আজও অনেক ভুল ধারণা রয়েছে। এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
এই অভিযান আগামী কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় চলবে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করা হবে বলে জানানো হয়েছে।