নৈহাটিতে দুষ্কৃতীদের গুলিতে খুন এক তৃণমূল কর্মী

বিশ্বজিৎ নাথ : নৈহাটিতে দুষ্কৃতীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম সন্তোষ যাদব(৩২ ) ।

Trinamool worker shot dead by miscreants in Naihati

অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গৌরীপুর পানি ট্যাংকির মোড়ের কাছে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটা গুলি নাকের ওপর আগে, আরেকটি গুলি কপালে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত বলে ঘোষণা করে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *