শিলিগুড়ি: সরস্বতী পূজার দিনে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা! পুজো মণ্ডপ থেকে আচমকাই উধাও হয়ে গেল সরস্বতীর মূর্তি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের আশিঘর মাঝাবাড়ি এলাকায়। এমন অদ্ভুত ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, স্থানীয় মহিলা ও শিশুদের উদ্যোগে এবছর সরস্বতী পুজোর আয়োজন করা হয়। গতকাল দুপুরেই নিয়ম মেনে পূজার্চনা সম্পন্ন হয়, রাতের দিকে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঠিক সেই সময়ই ঘটে অঘটন!

স্থানীয়দের অভিযোগ, কিছু যুবক মদ্যপ অবস্থায় মণ্ডপের পাশে বসে বেপরোয়া আচরণ করতে থাকে। তাঁদের বাধা দিতে গেলে শুরু হয় বচসা, যা মুহূর্তেই চরম আকার নেয়। অভিযোগ, ওই যুবকেরা মণ্ডপের সাজসজ্জা লণ্ডভণ্ড করে দেয় এবং স্থানীয়দের হুমকি দেয়। এরপর তারা সরস্বতীর মূর্তি তুলে নিয়ে পালিয়ে যায়!
পরদিন সকালে জানা যায়, মূল অভিযুক্ত অমর দাসের বাড়িতে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে সরস্বতীর প্রতিমা। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
সোমবার সকালে আশিঘর ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। অপরদিকে, ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের প্রধান মিতালী মালাকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।
এখন পুলিশের দিকেই তাকিয়ে স্থানীয় মানুষজন। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।