পরিবেশ রক্ষার স্বীকৃতি, সংবর্ধনা নিতে মালয়েশিয়া যাচ্ছেন জলপাইগুড়ির দুই পরিবেশপ্রেমী

জলপাইগুড়ি: পরিবেশ রক্ষায় অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা নিতে মালয়েশিয়া যাচ্ছেন জলপাইগুড়ি জেলার দুই বিশিষ্ট ব্যক্তি— ময়নাগুড়ির পরিবেশপ্রেমী দীনেশচন্দ্র বিশ্বাস ও সমাজসেবী নবীউল আলম।

আগামী ১৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সে দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা গ্রহণ করবেন তারা। মালয়েশিয়ার “প্রজেক্ট ১০০” সংস্থার আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশ থেকে পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Two environmentalists from Jalpaiguri are going to Malaysia to receive a reception

পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে মালয়েশিয়া গিয়ে সেদেশের প্রধানমন্ত্রীর হাতে চন্দন গাছের চারা উপহার দেবেন দীনেশচন্দ্র বিশ্বাস। বুধবার সকালে জলপাইগুড়ি রেলস্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তারা। সেখান থেকে দিল্লি হয়ে বিমানে মালয়েশিয়া পৌঁছবেন।

এই আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বভাবতই আনন্দিত জলপাইগুড়িবাসী। দুই পরিবেশপ্রেমীর এই সাফল্যে গর্বিত স্থানীয় বাসিন্দারা। তাদের এই সম্মান আগামীদিনে পরিবেশ রক্ষায় আরও মানুষকে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *