সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রযুক্তির ব্যবহার, অভিনব উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার

জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি : শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে প্রযুক্তির ব্যবহার শুরু করল জলপাইগুড়ি পুরসভা। এবার থেকে প্রত্যেক বাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে নির্মল বন্ধুদের মোবাইল অ্যাপে তথ্য আপলোড করতে হবে।

পুরসভা সূত্রে জানা গেছে, পচনশীল ও অপচনশীল বর্জ্য যথাক্রমে সবুজ ও নীল বালতিতে সংগ্রহ করা হবে। নির্মল বন্ধুরা প্রত্যেক বাড়ির রান্নাঘরে গিয়ে পুরসভার দেওয়া কিউআর কোড স্ক্যান করে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড করবেন। এর ফলে বর্জ্য সংগ্রহের সঠিক নজরদারি সম্ভব হবে।

Jalpaiguri Municipality uses technology in solid waste management

পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী জানিয়েছেন, “প্রথম ধাপে শহরের ৮ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে। গতকাল থেকে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু হয়েছে, যেখানে পুরকর্মীরা প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করছেন।”

এই প্রকল্পের জন্য নির্মল বন্ধুদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক ২০০টি বাড়িকে নিয়ে তৈরি করা হচ্ছে একেকটি ব্লক। ধাপে ধাপে সমস্ত ওয়ার্ডেই এই প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকরা।

নতুন প্রযুক্তির সাহায্যে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা। পুরসভার দাবি, এই ব্যবস্থা সফল হলে জলপাইগুড়ির বর্জ্য ব্যবস্থাপনা রাজ্যের অন্যান্য শহরের জন্যও মডেল হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *