জলপাইগুড়ি, ১৯ ফেব্রুয়ারি: বাড়ির ছাদে ছোটখাটো মন্দির তো অনেকেই তৈরি করেন, কিন্তু ১৮ ফুট উঁচু বিশাল শিবলিঙ্গ স্থাপন করে নজির গড়লেন জলপাইগুড়ি শহরের দেশবন্ধু নগরের ভোলেবাবার একনিষ্ঠ ভক্ত বিশ্বজিৎ দত্ত।
প্রায় ১১০০ স্কয়ার ফুট জায়গা জুড়ে এই শিবলিঙ্গ স্থাপন করেছেন তিনি, সম্পূর্ণ নিজ খরচে। বিশ্বজিৎবাবুর দীর্ঘদিনের ইচ্ছে ছিল এমন কিছু করার, যা ভোলেবাবার প্রতি তার ভক্তিকে প্রকাশ করবে। সেই ইচ্ছাই পূরণ হয়েছে এই বিরাট শিবলিঙ্গ স্থাপনের মাধ্যমে।

বিশাল শিবলিঙ্গ স্থাপনের বর্ষপূর্তি উপলক্ষে এবারও ধুমধাম করে পুজো-অর্চনা এবং উৎসবের আয়োজন করা হয়েছে। শহরবাসীর জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ আকর্ষণ হতে চলেছে।
বিশ্বজিৎবাবু বলেন, “শিবের প্রতি আমার অগাধ ভক্তি। তাই বহুদিন ধরেই এমন কিছু করার পরিকল্পনা ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে।”
শহরের বাসিন্দারা ইতিমধ্যেই এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন। জলপাইগুড়ি শহরের আকাশছোঁয়া শিবলিঙ্গ এখন ভক্তদের জন্য এক নতুন তীর্থস্থান হয়ে উঠেছে।