শিলিগুড়ি : বেআইনি বালি-পাথর পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা। মঙ্গলবার সেবক রোডের চেকপোস্টে পুলিশের বিশেষ অভিযানে আটক হল এক পাথর বোঝাই ট্রাক। গ্রেপ্তার করা হয়েছে চালক লক্ষণ সিংকে, যার বাড়ি প্রকাশনগর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহানন্দা নদী থেকে বেআইনিভাবে পাথর তুলে রাজস্ব ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা চলছিল। খবর পেয়েই অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে পুলিশ। তদন্তে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য।
ধৃত লক্ষণ সিংকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বেআইনি বালি ও পাথর পরিবহনের বিরুদ্ধে কড়া নজরদারি চলবে এবং এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হবে।