বিশ্বজিৎ নাথ : টিটাগড় স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারনে বুধবার সকালে থেকে শিয়ালদহ মেইন শাখায় যাত্রী পরিষেবা ব্যাহত হয় পড়ে। সূত্র বলছে, টিটাগড় রেল স্টেশনের প্যানেল পয়েন্ট অকেজো হয়ে পড়া শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এর ফলে ডাউন ও আপ উভয় লাইন দিয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও। আপ ও ডাউন লাইনে অত্যন্ত ধীর গতিতে চলে ট্রেন। এমনকি উভয় লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়েও পড়ে। ব্যস্ততম অফিস টাইমে যান্ত্রিক গোলযোগের ধরুন সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। টিটাগড় স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং-এ গেটের দুধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিয়ালদহ মেইন শাখার স্টেশনে অপেক্ষারত যাত্রীরা সড়ক পথে গন্তব্যস্থলে পৌঁছন।
