জলপাইগুড়িতে ইলশেগুঁড়ি বৃষ্টি, বসন্ত উৎসবের প্রস্তুতিতে ভ্রুকুটি? (ভিডিও সহ)

জলপাইগুড়ি: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে বুধবার সকাল থেকেই ইলশেগুঁড়ি বৃষ্টিতে ভিজল তিস্তাপারের শহর জলপাইগুড়ি। ফাল্গুনের শেষ প্রান্তে দাঁড়িয়ে শহরে ফিরে এল শীতের আমেজ। প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষজনও উপভোগ করলেন এই অল্প শীতের ছোঁয়া।

তবে হঠাৎ এই আবহাওয়া পরিবর্তন কি বসন্ত উৎসবের প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াবে? উঠছে প্রশ্ন। বসন্তের রঙ মুছে দেবে তো না এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি?

আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানান, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই পরিবর্তন ঘটছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গে আগামী দু’দিন বজ্রপাতসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তন বসন্ত উৎসবের প্রস্তুতিকে কতটা প্রভাবিত করবে, তা দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *