জলপাইগুড়ি : বুধবার সাত সকালে টোটোর ধাক্কায় ভেঙে গেল জলপাইগুড়ি শহরের ৪ নম্বর গুমটির রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড। দ্রুতগতির টোটো রেললাইনে উঠে দ্বিতীয় ব্যারিকেডে ধাক্কা মারতেই তা দুমড়ে যায়। চালক টোটো ফেলে পালিয়ে গেলে চাঞ্চল্য ছড়ায়।

টোটোর ধাক্কায় ব্যারিকেড ভেঙে পড়ার ঘটনায় প্রশ্ন উঠছে – শহরের টোটোগুলির নিয়ন্ত্রণ কি যথাযথভাবে রাখা হচ্ছে? টোটো চালকদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতার অভাব ক্রমশ বড় সমস্যা হয়ে উঠছে। শহরের বিভিন্ন জায়গায় নিয়ম না মেনে দ্রুতগতিতে টোটো চালানোর অভিযোগ উঠছে প্রায়শই। অবৈধ টোটো ও অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল জনজীবনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

টোটো যেমন একদিকে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যানবাহন, তেমনই নিয়ন্ত্রণের বাইরে গেলে তা জনসুরক্ষার বড় বাধা হয়ে দাঁড়ায়। এই ঘটনা আরও একবার প্রশাসনকে ভাবতে বাধ্য করছে – নিয়ন্ত্রিত টোটো চলাচলের ব্যবস্থা ছাড়া কি শহর নিরাপদ থাকবে? আর কবে টোটো নিয়ন্ত্রণ করবে প্রশাসন।