পিনাকী রঞ্জন পাল : জীবন একবার সুযোগ দেবেই। ক্রিকেটও দেয়, তবে বারবার নয়। কিছুদিন আগেও যাঁকে সবাই ভুলতে বসেছিল, সেই ঈশান কিষান যেন আজ ফিরে এলেন প্রবল সমুদ্র গর্জনের মতো। ঢেউয়ের টুটি চেপে ধরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাত্র ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিলেন। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের বোলাররা শুধুই নির্বাক দর্শক। সানরাইজার্স তুলল ৬ উইকেটে ২৮৬ রান— মাত্র ২ রান দূরে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড!
একসময় জাতীয় দলের প্রতিশ্রুতিমান ক্রিকেটার ছিলেন ঈশান কিষান। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু ২০২৩ সালে যেন সব ওলট-পালট হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অস্বীকার করলেন তিনি। বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেটও খেললেন না। উল্টে তিনি তখন ব্যস্ত ছিলেন বিজ্ঞাপনী শুটিংয়ে। বিসিসিআইও তাঁকে নিয়ে দ্বিতীয়বার ভাবেনি— কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে জাতীয় দল থেকেও ছেঁটে ফেলল।
এরপর? যেন দিকভ্রান্ত হয়ে গেলেন ঈশান। ঘরোয়া ক্রিকেটেও ভালো করতে পারলেন না। একসময় মনে হচ্ছিল, তিনি কি তবে কাম্বলির পথেই হাঁটছেন?
অনেকেই ভেবেছিল, ঈশান কিষান আর ফিরে আসতে পারবেন না। কিন্তু তিনিই জানতেন, তাঁর লড়াই শেষ হয়নি। আইপিএলের মেগা নিলামে তাঁকে ছেড়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদ ১১.২৫ কোটি টাকায় তাঁকে দলে নেয়। আর এই সুযোগকে সোনায় পরিণত করলেন ঈশান।
সানরাইজার্সের জার্সিতে আইপিএলের প্রথম ম্যাচেই ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে বুঝিয়ে দিলেন— হারিয়ে যেতে তিনি আসেননি। এই ইনিংস শুধু রান নয়, এটা ছিল তাঁর জীবনের সব অস্বীকৃতির জবাব। এটা ছিল এক কঠিন বার্তা— ক্রিকেট তাঁকে ভুলে যেতে পারবে না!
আইপিএল মানেই শুধু বিনোদন নয়, এটা এক বিশাল সুযোগ। ঈশান জানেন, জাতীয় দলে ফিরতে হলে শুধুমাত্র এক ম্যাচের ইনিংস যথেষ্ট নয়। তাঁকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে, ঘরোয়া ক্রিকেটেও ফিরতে হবে। কিন্তু তাঁর ব্যাটের ধ্বংসলীলা দেখে অনেকেই মনে করছেন, এবার হয়তো জাতীয় দলের দরজাও খুলে যাবে।
জীবনে ব্যর্থতা আসবেই। সুযোগ পেয়ে ভুল করাটা দোষের নয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নিলে সেটাই সবচেয়ে বড় ভুল। ঈশান কিষান দেখিয়ে দিলেন, নিজের ভুল শুধরে নিলে ফেরার পথ সবসময় খোলা থাকে।
আজকের ইনিংস শুধু একটা শতরান নয়, এটা এক লড়াইয়ের গল্প। ঈশান কিষান শিখিয়ে দিলেন— জীবন যদি সুযোগ দেয়, সেটাকে দুই হাতে লুফে নিতে হয়। আর নিজের যোগ্যতা প্রমাণ করতে হলে ব্যাটের থেকে বড় উত্তর কিছুই হতে পারে না!