জলপাইগুড়ি: শিল্পের সঙ্গে শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হল বিশেষ টেকনিক্যাল ফেস্ট। যেখানে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরীক্ষায় নাম লেখালেন। একই সময়ে কলেজ এবং বড় শিল্প সংস্থাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের শিল্পসংযোগ আরও দৃঢ় করবে।
টেকনিক্যাল ফেস্টের মূল আকর্ষণ ছিল ইট ও সিমেন্ট দিয়ে আর্ট স্ট্রাকচার নির্মাণ প্রতিযোগিতা। কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ারা এই আয়োজনের দায়িত্বে ছিলেন। আয়োজক দলের অন্যতম সদস্য অনিক কর্মকার জানান, “প্রতিযোগীদের নিজস্ব দক্ষতা ও প্রযুক্তি প্রয়োগ করে একটি স্থাপত্য নির্মাণ করতে হবে। এরপর সেটির লোড টেস্ট নেওয়া হবে। যে স্ট্রাকচার টেস্টে টিকে থাকবে, সেই দলই বিজয়ী হবে।”

এই প্রতিযোগিতায় ১০টি দল অংশ নেয়, যেখানে প্রতিটি দলে ৫০ জন করে সদস্য ছিলেন। জয়ী দলকে আর্থিক পুরস্কার দেওয়া হবে এবং অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রতি বছর আয়োজিত এই প্রতিযোগিতা শুধুমাত্র শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ দেয় না, বরং বাস্তবিক প্রযুক্তিগত সমস্যার সমাধানে তাঁদের দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হয়। এ বছরের উৎসবও সেই ধারাবাহিকতায় নতুন উদ্ভাবনের সাক্ষী থাকল।