শিলিগুড়ি : শিলিগুড়ির শান্ত হাকিমপাড়া বৃহস্পতিবার পরিণত হলো চাঞ্চল্যর কেন্দ্রবিন্দুতে। ঘুষ লেনদেনের অভিযোগে এক ঠিকাদারের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়।
সূত্রের খবর, এমইএস (Military Engineer Services) বিভাগে দীর্ঘদিন ধরে ঠিকাদারি করতেন হাকিমপাড়ার ওই ব্যক্তি। কিন্তু সম্প্রতি এক সরকারি আধিকারিককে মোটা অঙ্কের ঘুষ দিয়ে কাজের বরাত নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। সিবিআইয়ের কাছে আগেই ছিল এই সংক্রান্ত গোপন সূত্রের খবর।

গতকাল বৃহস্পতিবার কলকাতা ও দিল্লি থেকে বিশেষ সিবিআই প্রতিনিধি দল এসে হাজির হয় শিলিগুড়িতে। দুপুরে ঘুষ লেনদেনের সময়েই হাতেনাতে ধরা পড়ে ঠিকাদার। সঙ্গে সঙ্গে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সেই সূত্র ধরেই সিবিআই পৌঁছে যায় হাকিমপাড়ার বাড়িতে। চলে প্রায় রাত ১০টা পর্যন্ত তল্লাশি অভিযান।
ঘটনার আরও গভীরে গিয়ে জানা গেছে, উক্ত সরকারি আধিকারিককেও গ্রেপ্তার করেছে সিবিআই। যদিও তল্লাশিতে ঠিক কী কী উদ্ধার হয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। সিবিআই আধিকারিকরা সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন।
প্রসঙ্গত, এমন ঘটনায় ফের একবার সরকারি দপ্তরে ঘুষ-কেলেঙ্কারির কালো ছায়া ঘিরে ধরল শিলিগুড়িকেও।