নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : রবিবার সকালে কদমতলা থেকে শুরু হওয়া রঙিন শোভাযাত্রা যেন গোটা জলপাইগুড়িকে মুড়ে দিল ভক্তির চাদরে। হনুমান জয়ন্তী উপলক্ষে শ্রী সংকট মোচন হনুমান মন্দির কমিটির আয়োজনে শহর ঘুরে বেরোল এক মনোজ্ঞ শোভাযাত্রা। হাতে পতাকা, লাল-হলুদ পাড় শাড়িতে সজ্জিত স্থানীয় মহিলাদের উপস্থিতি এই যাত্রাকে দিল এক অনন্য মাত্রা।
এই উৎসব শুধু মিছিল আর গানের মধ্যেই সীমাবদ্ধ নয়—এ এক আবেগ, বিশ্বাস আর সংস্কৃতির মিলনক্ষেত্র। মন্দির প্রাঙ্গণে আগেই হয়েছে পাঠ, হনুমান চালিশা পাঠ ও পুজোপাঠ। আজ শোভাযাত্রার মাধ্যমে যেন সেই উৎসব আরও বেশি প্রাণ পেল। সন্ধ্যায় রয়েছে যজ্ঞানুষ্ঠান এবং আগামীকাল ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে ভাণ্ডারা।
অন্যদিকে, স্টেশন রোডের নবনির্মিত হনুমান মন্দিরেও ছিল ভক্তদের ঢল। শনিবার সকালে রাজস্থান থেকে আনা মার্বেলের হনুমান মূর্তির প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেন শতাধিক ভক্ত। উদ্যোক্তা অজয় সাহা জানালেন, “এই বটগাছের নিচে বহুদিন ধরেই পুজো চলছিল। এবার স্থায়ী মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল। ভবিষ্যতে এখানে শিবলিঙ্গও স্থাপন করা হবে।”
পুজো, যজ্ঞ, প্রসাদ বিতরণ—সব মিলিয়ে জলপাইগুড়ির হনুমান জয়ন্তী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের প্রতিচ্ছবি। যে শহর ভক্তির টানে একসাথে পথ হাঁটে, সেই শহরের নাম জলপাইগুড়ি।