IPL 2025 : জসের ঝড়ে দিল্লির ২০৩-ও ছোট, গুজরাতের দুরন্ত জয়

স্পোর্টস ডেস্ক : একপক্ষ রান তোলে পাহাড়সম, আরেকপক্ষ তা ভেঙে দেয় তুফানের মতো—শনিবার এমনই এক হাইভোল্টেজ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে অক্ষর প্যাটেল (৩৯), আশুতোষ শর্মা (৩৭*), করুণ নায়ার (৩১), এবং ট্রিস্টান স্টাবস (৩১) দিল্লির স্কোরবোর্ড সাজান। গুজরাতের বোলিং বিভাগে একার দক্ষতায় আলো ছড়ান প্রসিদ্ধ কৃষ্ণ, তুলে নেন ৪ উইকেট।

কিন্তু সেই পাহাড়কেও সামান্য ঢিবি বানিয়ে দেন গুজরাতের ইংলিশ ওপেনার জস বাটলার। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দল যখন চাপে, তখন একা কাঁধে দায়িত্ব তুলে নেন বাটলার। ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। সঙ্গে ছিলেন রাদারফোর্ড (৪৩) ও পরে রাহুল তেওটিয়া, যিনি ফিনিশারের ভূমিকায় দলকে জেতান ৭ উইকেটে।

দিল্লির হয়ে বল হাতে কুলদীপ যাদব ও মুকেশ কুমার ১টি করে উইকেট পেলেও ম্যাচের মোড় ঘোরাতে পারেননি কেউ। শেষমেশ ব্যাটে-বলের লড়াইয়ে জয় হাসে গুজরাত, আর হেরে মাঠ ছাড়ে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *