IPL 2025 – মধুর প্রতিশোধ: কোহলি- পাডিক্কালের ব্যাটে পঞ্জাবকে নাস্তানাবুদ করল RCB

স্পোর্টস ডেস্ক : মাঠ ছিল চিন্নাস্বামী, প্রতিশোধ ছিল পুরনো। আরসিবি আজ বুঝিয়ে দিল—হাল ছাড়ে না বেঙ্গালুরু। ১৫৮ রানের টার্গেট তাড়া করে ৭ উইকেটে পঞ্জাব কিংসকে হারাল রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের নায়ক—একটাই নাম, বিরাট কোহলি। আবারও ইতিহাস গড়লেন তিনি।

প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ার ব্যর্থ হলেও বাকিরা রান তুলে কিছুটা লড়াকু সংগ্রহ দেন। আরসিবির হয়ে সূয়শ শর্মা ও ক্রুণাল পান্ডিয়া ২টি করে উইকেট নেন, রোমারিও শেফার্ড নেন ১ উইকেট।

কিন্তু তারপরই শুরু বিরাট কোহলি শো। ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। ৭৩ রানের ইনিংসে ৭টি চার ও ১টি ছয়ে মাটি কাঁপিয়ে দেন। অর্ধশতরানের গন্ডি পার করে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির (৫৯টি) মালিক হয়ে গেলেন কিং কোহলি। তাঁর সঙ্গে তাল মিলিয়ে ব্যাট করেন দেবদত্ত পাডিক্কালও। মারেন ৬১ রান, ৪টি ছয় ও ৫টি চারে সাজান ইনিংস। দু’জনের ব্যাটেই সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি।

আজকের জয় শুধু পয়েন্টস টেবিলেই নয়, আত্মবিশ্বাসেও বড়সড় টনিক। ঘরের মাঠে পুরনো হারের জবাব দিতে চেয়েছিল বেঙ্গালুরু, আর তা দিয়েও দিল বিরাট-ক্যাম্প। যাকে বলে—একেই তো বলে মধুর প্রতিশোধ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *