জলপাইগুড়ি পুরসভায় সাফাই কর্মীদের পোস্টারিং, ন্যায্য দাবির স্বীকৃতির দাবিতে আন্দোলনের বার্তা

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: বছরের পর বছর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস কাজ করে যান, সেই সাফাই কর্মীদের দাবি এবার সরাসরি পুরসভার দেওয়ালে। সোমবার জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চ-এর পক্ষ থেকে পুরসভা চত্বরে পোস্টারিং করে তুলে ধরা হল তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র।

ন্যায্য বেতন বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের ইপিএফ চালু ও বকেয়া গ্র্যাচুইটি প্রদান— এই তিন দফা দাবিকে সামনে রেখেই পুরসভার গেট ও বিল্ডিং চত্বরে সাফাই কর্মীরা পোস্টার সাঁটান। সংগঠনের প্রতিনিধি প্রতাপ রাউত বলেন, “আমরা চাই আমাদের কথা যেন সবাই শুনতে পান। এই পোস্টারিং তারই প্রতীক। আমরা বহুদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু সাড়া মেলেনি। এবার আর চুপ করে থাকা নয়।”

একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, অন্যদিকে মাসের শেষে টেনেটুনে চলা অস্থায়ী কর্মীদের জীবনযাপন। তার উপর দীর্ঘদিন ধরে থমকে থাকা গ্র্যাচুইটির অর্থ। এই অবস্থায় কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙেছে বলেই মনে করছেন অনেকে।

এদিনের কর্মসূচি নিয়ে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “ওঁদের দাবি-দাওয়া নিয়ে পুরসভা সদর্থক আলোচনায় বসবে। সমস্যা সমাধানে প্রয়োজনে পদক্ষেপ করা হবে। আলোচনা করেই সমাধানের পথ খোঁজা হবে।”

শহরের নিত্যদিনের স্বাভাবিক জীবনের আড়ালে থাকা এই শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর আজ পুরসভার দেওয়ালে লেখা হয়ে উঠেছে। পোস্টার নয়, যেন একটাই বার্তা — “আমরাও মানুষ, আমাদেরও প্রাপ্য আছে।”

এই আন্দোলন শুধুই পোস্টারে থেমে থাকবে না—এই বিশ্বাসেই জোর দিচ্ছে সাফাই কর্মীদের একতা মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *