কলকাতা : দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পাওয়া নৈহাটির অরবিন্দ রোডের বড়কালী আজ বড়মা নামেই ভক্তদের হৃদয়ে বিরাজমান। সেই বড়মাকে উৎসর্গ করেই রবিবার আয়োজিত হল ১২তম বর্ষের অন্নকূট উৎসব।
নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্টের উদ্যোগে এদিন বড়মার পাশাপাশি দেবী অন্নপূর্ণাকেও পূজা করা হয়। চার হাজার কেজি অন্নের বিশাল ভোগ নিবেদন করে বড়মার চরণে অর্ঘ্য প্রদান করা হয়, যা মন্দির প্রাঙ্গণে এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে।
উৎসবের দিনটিতে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান ও বড় কালী পুজো সমিতির সভাপতি অশোক চট্টোপাধ্যায়, সম্পাদক তাপস ভট্টাচার্য্য এবং বহু বিশিষ্ট অতিথি। ভক্তদের ঢল সামাল দিতে মন্দির চত্বরে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আস্থা, ভক্তি আর ঐতিহ্যের এক মহামিলন ঘটাল নৈহাটির বড়মার এই বিশেষ অন্নকূট উৎসব।