উত্তরবঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিচারণে ‘কথাঘর’-এর বিশেষ অনুষ্ঠান; থাকছে কবির উত্তরবঙ্গ ভ্রমণের শিল্পিত অনুবাদ

জলপাইগুড়ি, ৩ মে: রবীন্দ্রনাথ ঠাকুরের পদধ্বনি যে শুধু শান্তিনিকেতনেই সীমাবদ্ধ ছিল না, তা মনে করিয়ে দিতে আসছে এক অভিনব সাংস্কৃতিক প্রয়াস। সাহিত্য সংস্কৃতির সংগঠন ‘কথাঘর’-এর উদ্যোগে এবং ‘বাচনিক’ সংস্থার সহযোগিতায় আগামী ৪ঠা মে, বিকেল সাড়ে পাঁচটা থেকে, জলপাইগুড়ির কো-অপারেটিভ ব্যাংকের সভাঘরে আয়োজিত হতে চলেছে এক অনন্য অনুষ্ঠান—”উত্তরবঙ্গে রবীন্দ্রনাথ”।

এই বিশেষ আয়োজনকে ঘিরে শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কথাঘরের সম্পাদক তপন রায় প্রধান। তিনি জানান, কবিগুরুর উত্তরবঙ্গ সফর ও তাঁর সাহিত্যচর্চার এই অঞ্চলকে ঘিরে যে সাংস্কৃতিক প্রভাব তা নিয়েই গড়ে উঠেছে অনুষ্ঠানটির মূল রূপরেখা।

অনুষ্ঠানে থাকছে: জন্মদিন পর্ব থেকে শুরু করে কবির দার্জিলিং, ত্রিপুরা, কালিম্পং ও তিন ধারিয়া সময়ের উল্লেখযোগ্য রচনার পাঠ ও আলোচনা। শেষের কবিতা’র নির্বাচিত অংশ কণ্ঠাভিনয়ের মাধ্যমে। রক্তকরবী’ নাটকের অংশবিশেষ রাজবংশী ও কামতাপুরী ভাষায় পরিবেশন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথকে নিয়ে তথ্যনির্ভর আলেখ্য। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দূরদর্শনের প্রযোজিত তথ্যচিত্র ‘কালিম্পংয়ে রবীন্দ্রনাথ’-এর প্রদর্শনী।

তপন রায় প্রধানের কথায়, “এই উদ্যোগ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং উত্তরবঙ্গের মাটি ও মানুষকে রবীন্দ্র-চেতনার সঙ্গে নতুন করে যুক্ত করার এক নিরলস প্রয়াস।”

সংগঠনটির আশা, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এমন আঞ্চলিক অনুসন্ধান সাধারণ দর্শকের মনে নতুন মাত্রা যোগ করবে, বাড়াবে সাহিত্য ও ইতিহাসবোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *