দিদার কোল থেকে মাধ্যমিকে কদমতলা গার্লস স্কুলের সর্বোচ্চ প্রিয়শ্রী!

জলপাইগুড়ি, ৩ মে: মা-বাবার ছায়াহীন জীবনে দিদার আঁচলে বড় হওয়া এক মেয়ে—প্রিয়শ্রী ভৌমিক। জলপাইগুড়ির ইন্দিরা কলোনির ছোট্ট ঘরে দিদার স্নেহে মানুষ হয়ে, সমস্ত প্রতিকূলতাকে পাশে সরিয়ে আজ মাধ্যমিকে বিদ্যালয়ের সেরা ছাত্রী সে।

প্রিয়শ্রী এবার কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে ৬১০ নম্বর, যা এই বিদ্যালয়ের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর। অথচ এই ফলেও সে শতভাগ খুশি হতে পারছে না, কারণ তার নিজের লক্ষ্য ছিল আরও ওপরে পৌঁছানো।

শৈশব থেকেই দিদার কাছে মানুষ হওয়া প্রিয়শ্রীর গল্প শুধুই পড়াশোনার সাফল্যের নয়, এটা এক সংগ্রামী কিশোরীর জীবনের প্রতিচ্ছবি। সংসারের সীমিত সামর্থ্য, সামাজিক চাপে গড়ে ওঠা পরিবেশেও হাল না ছেড়ে নিজের পথ তৈরি করেছে সে।

বিদ্যালয়ের শিক্ষকদের মতে, প্রিয়শ্রী শুধু মেধাবী নয়, অদম্য জেদ ও নিষ্ঠার প্রতীক। তার এই সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে প্রতিবেশীরাও। প্রিয়শ্রী জানিয়েছে, ভবিষ্যতে সে বিজ্ঞান বিভাগে পড়তে চায় এবং উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফল করাই তার মূল লক্ষ্য।

এই রকম ছাত্রীর পাশে দাঁড়ানো শুধু পরিবারের দায়িত্ব নয়, সমাজেরও কর্তব্য—এমনটাই বলছেন তার শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *