অসম লড়াইয়ে দিনমজুর বাবা-মা—রিসানের জীবন বাঁচাতে চাই সাহায্যের হাত

রাজগঞ্জ, জলপাইগুড়ি : কাঁধে পৃথিবীর সবচেয়ে বড় বোঝা। নয় মাসের সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের নারায়ণজোতের দিনমজুর আনিসুর রহমান ও তাঁর স্ত্রী। তাঁদের একমাত্র সন্তান, ছোট্ট মোহাম্মদ রিসান, আক্রান্ত হয়েছে মারণ রোগ ব্লাড ক্যান্সারে।

জন্মের পরে সুস্থ ছিল রিসান। কিন্তু কিছুদিন আগেই হঠাৎ জ্বর, সর্দি ও কাশিতে ভুগতে শুরু করে। জলপাইগুড়িতে চিকিৎসা করে কোনও সুরাহা না হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে জানা যায়, রিসানের শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার। চিকিৎসকদের মতে, তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য মুম্বইয়ের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা দরকার। আর সেখানেই বাঁধ সেধেছে অর্থ।

দিন আনে দিন খাওয়া একটি পরিবারের পক্ষে লক্ষাধিক চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তাই রিসানকে বাঁচাতে বাবা-মা এখন দুয়ারে দুয়ারে হাত পেতেছেন।

আশার কথা, এলাকার কিছু যুবক ও সমাজসেবীরা ইতিমধ্যে এগিয়ে এসেছেন, ঘরে ঘরে গিয়ে সাহায্য সংগ্রহ করছেন। তবু এখনও প্রয়োজন অনেক অর্থ, প্রয়োজন বৃহত্তর মানবিকতা।

পরিবারের তরফে আবেদন, “কোনো সহৃদয় ব্যক্তি, সংস্থা বা সরকারি স্তরে যদি সাহায্যের হাত বাড়ানো হয়, তাহলে হয়তো আমাদের ছেলেকে আমরা ফিরিয়ে আনতে পারব।”

যোগাযোগের নম্বর (পরিবারের): 7866851846

।একটি ছোট্ট প্রাণের টিকে থাকার লড়াইয়ে আপনি-আমি-আমরা সবাই একসাথে দাঁড়াতে পারি। আজ না হয় আপনি হয়ে উঠুন রিসানের আশার আলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *