শিলিগুড়ি : তেনজিং নোরগে বাস টার্মিনাসে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হানা দিল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। অভিযান চালিয়ে আটক করা হয় চার পাচারকারীকে। উদ্ধার হয় প্রায় ৪০ কেজি গাঁজা, যা ছড়িয়ে দেওয়া হয়েছিল চারটি পৃথক ব্যাগে। পুলিশের তৎপরতায় বড়সড় মাদকপাচারের ছক ভেস্তে গেল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনই কুচবিহারের শীতলকুচির বাসিন্দা। নাম— দ্বীপজাত বর্মন, আজিজুর রহমান, দুর্যোধন নব দাস এবং সঞ্জয় দাস। প্রাথমিক তদন্তে অনুমান, দক্ষিণবঙ্গমুখী পাচারের পরিকল্পনা নিয়েই তাঁরা টার্মিনাসে জড়ো হয়েছিল।

এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। পুলিশের দাবি, মাদকের জালকে চিরে দেওয়ার এই সাফল্য শহরের নিরাপত্তায় নতুন বার্তা দিল। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।