জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার নাগরাকাটার লুকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক রোগীর মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক থাকলেও অধিকাংশ সময় স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিত থাকেন। সেই অভিযোগ সত্যি প্রমাণ করেই যেন সোমবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা—স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা না পেয়ে প্রাণ হারালেন এক রোগী।

ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি জমা দেওয়া হয়। মহাবীর প্রসাদের বক্তব্য, “স্বাস্থ্যকেন্দ্র আছে, চিকিৎসকদের কোয়ার্টার আছে, কিন্তু তবুও চিকিৎসক থাকেন না। এটা চলতে পারে না।”

ঘটনার গুরুত্ব বুঝে, মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানান, “অত্যন্ত গুরুতর অভিযোগ। কেন চিকিৎসক ছিলেন না, খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দুই চিকিৎসক ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে শোকজ করা হয়েছে।”