জলপাইগুড়ি রেসকোর্সপাড়ায় পুলিশকর্মীর বাড়িতে সিবিআই হানা

জলপাইগুড়ি: বৃহস্পতিবার সকালে শহরের রেসকোর্সপাড়ায় আচমকাই সিবিআই-এর তৎপরতায় চাঞ্চল্য ছড়াল। পারশমণি নগরের এক পুলিশ কর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

জানা গেছে, অভিযানের লক্ষ্য ছিলেন জলপাইগুড়ি পুলিশ লাইনের কনস্টেবল বিভাগে কর্মরত দীপঙ্কর দাস। যদিও তিনি তখন বাড়িতে ছিলেন না। তল্লাশি চলে তাঁর পারশমণি নগরের বাড়িতে, যেখানে বর্তমানে থাকেন তাঁর বাবা (প্রাক্তন পুলিশ কর্মী) কানাইচন্দ্র দাস, দাদা দিবস দাস ও অন্যান্য আত্মীয়রা।

সূত্রের দাবি, দীপঙ্কর ২০১৬ সালে কোচবিহার জেলার কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। সেসময়ের একটি মামলার তদন্তেই সিবিআই-এর চার সদস্যের একটি দল সকাল আটটা নাগাদ হানা দেয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ, যদিও ঠিক কী খোঁজ পাওয়া গেছে, তা নিয়ে কর্তৃপক্ষ মৌন।

এদিকে, এই হানাকে ঘিরে পারশমণি নগরজুড়ে শুরু হয়েছে জোর চর্চা। তদন্তকারীরা বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি, মুখ খুলতে চাননি দীপঙ্করের পরিবারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *