নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর: ভারত-পাক সীমান্তে সংঘাতের পরিস্থিতির মধ্যেই দেশের সেনাবাহিনীর সাফল্য ও সুরক্ষা প্রার্থনায় এক বিরল আধ্যাত্মিক উদ্যোগ নেওয়া হল ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। শনিবার সকালে মিশনের প্রাঙ্গণে আয়োজিত হয় সপ্তশতী হোম যজ্ঞ, যা শুরু হয় সকাল ৬টা থেকে এবং চলে দুপুর পর্যন্ত।
মিশনের সম্পাদক নিত্যরূপানন্দ মহারাজ জানান,
“আমাদের দেশমাতৃকার রক্ষার্থে যারা প্রাণপণ লড়াই করছেন, সেই সাহসী জওয়ানদের শক্তি ও কল্যাণ কামনাতেই এই যজ্ঞের আয়োজন। মা দুর্গা শক্তির অধিষ্ঠাত্রী। তিনি যেন ভারতীয় সেনাদের সাহস এবং বলদান করেন, আর অশুভ শক্তির বিনাশ ঘটান—এই প্রার্থনাই আমাদের।”
যজ্ঞে অংশ নেন বহু সন্ন্যাসী, আশ্রমবাসী ও সাধারণ ভক্তবৃন্দ। চারপাশে ধূপ-ধুনোর গন্ধে ছেয়ে যায় পরিবেশ, স্তবধ্বনি আর চণ্ডীপাঠে ভরে ওঠে আশ্রম চত্বর। উপস্থিত সকলেই মনে করেন, এই আধ্যাত্মিক শক্তিই রক্ষাকবচ হয়ে দাঁড়াবে আমাদের দেশের রক্ষকদের জন্য।