নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: নদীপাড়ের ছোট্ট গ্রাম থেকে রাজ্যজয়। কচুয়া বোয়ালমারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল গোস্বামী উচ্চ মাধ্যমিকে পেয়েছেন ৪৯১ নম্বর, রাজ্য তালিকায় অর্জন করেছেন সপ্তম স্থান। শুধুই নম্বর নয়, তার সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন লড়াই —গ্রামীণ পরিকাঠামো, সীমিত আর্থিক সামর্থ্য, আর প্রচণ্ড অধ্যবসায়ের এক বাস্তব গল্প।

শনিবার সেই কৃতী ছাত্রী কোয়েলের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মা। সঙ্গে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন।

বিধায়ক বলেন, “আমরা সকলেই ওর সাফল্যে গর্বিত। কোয়েল প্রেসিডেন্সি কলেজে পড়তে চায়। যদিও ভর্তির তারিখ পেরিয়ে গেছে, তবু রাজ্য সরকারের তরফে কোনো বিশেষ ব্যবস্থা করা যায় কিনা, তার চেষ্টা করব।”
কোয়েলের মা-বাবা এবং প্রতিবেশীদের চোখে জল—গর্বের আর আনন্দের। তাদের মেয়ে শুধু গ্রাম নয়, গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে।
একটা স্বপ্ন এখন ডানা মেলেছে। আর তার পেছনে রয়েছে এক নিষ্পাপ মুখের অদম্য জেদ। কোয়েল গোস্বামী যেন হাজার হাজার গ্রামীণ ছাত্রীর কাছে হয়ে উঠছে এক প্রেরণার প্রতীক।