জলপাইগুড়ি, ১২ মে ২০২৫: ধর্ম, শান্তি ও সহানুভূতির বার্তাকে কেন্দ্র করে সোমবার জলপাইগুড়ির ভানুনগর রেসকোর্সপাড়া দেছেন ছৈলিং গুম্ফায় পালিত হলো ২৫৬৯তম বুদ্ধজয়ন্তী। পবিত্র এই দিনে ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের স্মরণে আয়োজিত হলো সারাদিনব্যাপী অনুষ্ঠান।
সকাল থেকেই গুম্ফা প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। মন্ত্রপাঠ, পুজা-অর্চনা এবং ধর্মীয় গ্রন্থ ‘ত্রিপিটক’ পাঠের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানটির। বর্ণাঢ্য শোভাযাত্রায় ভগবান বুদ্ধের জীবনকাহিনীকে তুলে ধরা হয় ট্যাবলো ও ধর্মীয় প্রতীকচিহ্নের মাধ্যমে। ত্রিপিটক মাথায় নিয়ে শোভাযাত্রা বের হয় ছৈলিং গুম্ফা থেকে, যা শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে পুনরায় গুম্ফা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেন শহরের শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ।
এই দিনে এক অভিনব আয়োজনে ভারতের সীমান্ত রক্ষাকারী সৈনিকদের মঙ্গলকামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এক সন্ন্যাসী বলেন, “দেশের রক্ষায় যারা দিনরাত নিয়োজিত, তাদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় আমরা সকলে মিলিত হয়েছি। শান্তির ধর্ম বুদ্ধদেবের কাছে এই আমাদের প্রার্থনা।”
সন্ধ্যায় ছিল প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ভক্তরা গৌতম বুদ্ধের শিক্ষা—সহিষ্ণুতা, দয়া ও অহিংসার বার্তা পুনরায় উচ্চারণ করেন। অনুষ্ঠান জুড়ে ছিল এক শান্ত, সংহতিপূর্ণ আবহ।
শহরের ধর্মপ্রাণ মানুষের কাছে এই আয়োজন হয়ে উঠল বিশ্বাস, ভক্তি ও জাতীয় সংহতির এক বিরল দৃষ্টান্ত।