শিলিগুড়ি, ১৪ মে: রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, ভরসা করেছিলেন অচেনা এক স্কুটি আরোহীর কথায়—শেষ পর্যন্ত সেই ‘লিফট’ই নিয়ে গেল ছিনতাইয়ের ফাঁদে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভ্রজ্যোতি ঝাঁ’র সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা ফের একবার শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল।

পুলিশ সূত্রে জানা গেছে, শুভ্রজ্যোতি জলপাইগুড়ির বাসিন্দা। ৫ মে, প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয় থেকে বাস ধরতে শিলিগুড়ি জংশনে আসেন তিনি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর, এক স্কুটি আরোহী এসে লিফট দেওয়ার প্রস্তাব দেয়। বাস না পেয়ে রাজি হয়ে যান শুভ্র। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই মাল্লাগুড়ির এক নির্জন জায়গায় তাকে নামিয়ে তার কাছে থাকা ১০,৭০০ টাকা ছিনতাই করে অভিযুক্ত।

কোনোমতে জলপাইগুড়িতে ফিরে এসে, ৮ মে প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করেন শুভ্র। পুলিশ তদন্তে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে ছিনতাইকারী পিন্টু সাহাকে। তিনি ঝংকার মোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতের হেফাজত থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

জেরায় ধৃত স্বীকার করেছে, স্কুটি ভাড়া নিয়ে পরিকল্পিতভাবেই সে এই কাজ করেছিল। এখন ধৃতকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।