পানিট্যাঙ্কির সীমান্তে এসএসবি-র জালে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক; অভিযোগ অবৈধ অনুপ্রবেশের

খড়িবাড়ি (দার্জিলিং), বৃহস্পতিবার:
ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তে এসএসবি-র বিশেষ টহল অভিযান চলাকালীন জলপথের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক। সীমান্তের পানি ট্যাংকি এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে এসএসবি সূত্রে জানা গেছে।

ধৃতের নাম মো. রেদয় খান (২৬)। তার ঠিকানা বাংলাদেশের নাটোর জেলার লালপুর থানার অন্তর্গত পাটিকাবাড়ি দোহরশোইলা গ্রামে। জানা গিয়েছে, তিনি পাসপোর্ট ও ভিসা ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপালে প্রবেশ করেছিলেন। কিন্তু ভারতে ঢোকার সময় তিনি কোনো বৈধ নথিপত্র ছাড়াই মেচি নদী অতিক্রম করেন।

A Bangladeshi youth was caught in the net of SSB at the Panitanki border.

এই অনুপ্রবেশের পেছনে উদ্দেশ্য ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে ধৃত ব্যক্তি জানিয়েছে, নেপাল থেকে ভারতে প্রবেশ করার সময় তার সঙ্গে কোনো দালাল ছিল না। তবে তদন্তকারীদের সন্দেহ, এর পেছনে একটি সুগঠিত চক্র কাজ করছে।

এসএসবি সূত্রে জানানো হয়েছে, ধৃতকে বৃহস্পতিবারই শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। নিরাপত্তার কারণে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখযোগ্য, উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্ত এলাকাগুলি দীর্ঘদিন ধরেই পাচার, অনুপ্রবেশ ও চোরাচালানের করিডর হিসেবে পরিচিত। এই ঘটনায় আবারও সেই সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে এল বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *