জলপাইগুড়ি, বৃহস্পতিবার: রাজ্যে আবারও নিম্নমানের ও জাল ওষুধের হদিস মিলতেই, জলপাইগুড়ি শহরের ছোটো-বড় একাধিক ওষুধের দোকানে হানা দিল ড্রাগ কন্ট্রোল দপ্তর। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ এক বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসন।
জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে বাজার থেকে ৫১টি সন্দেহজনক ওষুধ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি ৩০০টি ওষুধে চালু হয়েছে বিশেষ কিউআর কোড, যার মাধ্যমে ওষুধের গুণমান ও মলিকিউলার গঠন যাচাই করা যাবে মোবাইলেই।

এদিন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসের ইন্সপেক্টর জয়ন্ত মন্ডল নিজে উপস্থিত থেকে শহরের একাধিক দোকানে পরিদর্শন করেন। তিনি জানান, “এই অভিযান শুধু আজকের নয়, জেলার প্রতিটি জায়গায় চলবে। মূল উদ্দেশ্য—নিম্নমানের ওষুধের রমরমা বন্ধ করা ও সাধারণ মানুষকে সচেতন করা। প্রতিটি গ্রাহক যেন কিউআর কোড দেখে ওষুধ কেনেন।”

অভিযানের জেরে দোকানদারদের মধ্যেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। এক ওষুধ দোকান মালিক প্রকাশ সিংহি বলেন, “আমরা চাই মানুষ ভালো ওষুধ পাক। তবে যদি নতুন ব্যবস্থায় কোনও ভুল থেকে থাকে, সেটা সংশোধনের সুযোগ পাওয়া উচিত।”
জেলাজুড়ে এ ধরনের অভিযান চলবে আগামীদিনেও। স্বাস্থ্যসচেতনতা গড়ার এই উদ্যোগে সাধারণ মানুষও যেন অংশ নেন, সেটাই এখন লক্ষ্য প্রশাসনের। কেননা—একটি ভুল ওষুধ, কেড়ে নিতে পারে একটি জীবন।