ডুয়ার্স, মাটিয়ালি ব্লক, ১৬ মে: প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে কৃষি সেচনালা—জীবনের মৌলিক চাহিদা ঘিরেই এবার সরব হলেন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। বৃহস্পতিবার এলাকার যুব ঐক্য মঞ্চের তরফে একাধিক দাবির ভিত্তিতে মাটিয়ালি বিডিও-র কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ—মাথাচুলকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন ও স্থায়ী চিকিৎসক নিয়োগ। এই হাসপাতালটিই পুরো গ্রাম পঞ্চায়েত এলাকার একমাত্র চিকিৎসাকেন্দ্র হওয়া সত্ত্বেও বর্তমানে চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। ফলে রোগীদের মালবাজার বা চালসা পর্যন্ত ছুটতে হচ্ছে, যা দরিদ্র ও বৃদ্ধদের পক্ষে প্রায় অসম্ভব।
এছাড়াও এলাকার ‘জ্যোতি সংঘ’ গ্রন্থাগারে একজন স্থায়ী গ্রন্থাগারিক নিয়োগ, বিভিন্ন উচ্চবাতি স্তম্ভের মেরামত, এবং বর্ষা শুরু হওয়ার আগেই কৃষি সেচনালাগুলির সংস্কার—এসব দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।
যুব ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে,
“আমরা দীর্ঘদিন ধরেই দেখছি এলাকার প্রাথমিক পরিষেবাগুলোর চরম অবহেলা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থায় সাধারণ মানুষের প্রাণ বিপন্ন। কৃষি, আলো ও শিক্ষা ক্ষেত্রেও উন্নয়ন দরকার। এবার আর চুপ করে বসে থাকার সময় নেই।”
বিডিও স্মারকলিপিটি গ্রহণ করে আশ্বাস দিয়েছেন, এই সমস্ত দাবিগুলি সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত জানানো হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে।
এই ধরণের সচেতন নাগরিক উদ্যোগ যে গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে, তা বলাই বাহুল্য। গ্রাম পঞ্চায়েতের যুব সম্প্রদায়ের এমন সক্রিয়তা এলাকার ভবিষ্যতের দিশা দেখাতে পারে বলেই মনে করছেন অনেকেই।