জলপাইগুড়ি, ১৬ মে: ভারতীয় সেনা অফিসার সম্পর্কে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল করল জেলা কংগ্রেস। এদিন মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে দ্রুত গ্রেফতারির দাবিতে কোতোয়ালি থানায় একটি এফআইআরও দায়ের করা হয়।
বিকেলে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় ‘রাজীব ভবন’ থেকে শুরু হওয়া মিছিল শহরের থানা মোড় পরিক্রমা করে থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত।
তিনি জানান, “একজন ভারতীয় সেনা অফিসারকে নিয়ে যেভাবে অপমানজনক মন্তব্য করা হয়েছে, তা শুধু কংগ্রেস নয়, দেশের প্রতিটি নাগরিকের গর্ব ও আত্মসম্মানে আঘাত। আজ দেশজুড়ে প্রতিবাদ চলছে, আমরা জলপাইগুড়িতেও সেই প্রতিবাদের অংশ হিসেবে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী এফআইআর জমা দিয়েছি। অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত।”
কংগ্রেসের দাবি, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, দেশের প্রতিরক্ষা বাহিনীকে অপমান করার শামিল, যা কখনওই মেনে নেওয়া যায় না।