জলপাইগুড়ি, ১৬ মে: পশ্চিমবঙ্গ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে এলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম। এটি তাঁর এই প্রকল্প সংক্রান্ত দ্বিতীয় সফর। গত ৮ মে প্রথমবার সার্কিট বেঞ্চ পরিদর্শনে এসেছিলেন তিনি।

এদিন তিনি পাহাড়পুর মোড় থেকে গোশালা মোড় পর্যন্ত সার্ভিস রোড পরিদর্শন করেন, যা সার্কিট বেঞ্চের নিকটবর্তী জাতীয় সড়কের পাশ দিয়ে গিয়েছে। রাস্তাঘাটের অবস্থা, জল নিকাশি ব্যবস্থার জন্য নির্মীয়মাণ ড্রেন এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি।

তিনি জানান,”এটা আমার দ্বিতীয় পরিদর্শন। আজ হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। জল নিকাশির জন্য ড্রেন ও সার্ভিস রোডের কাজ দ্রুত চলছে। আমরা চাই এলাকা জলমগ্ন না হোক। সার্কিট বেঞ্চের উদ্বোধন খুব শীঘ্রই হবে।”
হাইকোর্টের এই সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গবাসীর বহুদিনের দাবি ছিল। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে যখন এই উদ্যোগ বাস্তবায়নের মুখে, তখন তা ঘিরে জলপাইগুড়ির বাসিন্দাদের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদনা ও আশার আলো।