সাংবাদিকতা ও মানবিক মূল্যবোধে অনন্য; জ্যোতি সরকারকে স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শ্রদ্ধাসভা

জলপাইগুড়ি, ১৭ মে: প্রয়াত বিশিষ্ট সাংবাদিক জ্যোতি সরকার-এর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সন্ধ্যায় নির্মল বসু মঞ্চে আয়োজিত হল এক স্মরণসভা। জলপাইগুড়ি নাগরিক সমাজ-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট লেখক, কবি, সংগীতশিল্পী, সমাজকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

অনুষ্ঠানে বিশেষ আসন অলংকৃত করেন প্রাক্তন সরকারি আধিকারিক বরুণ দাশগুপ্ত, সুলেখক আনন্দ গোপাল ঘোষ, কবি রানা সরকার, বিশিষ্ট আইনজীবী কমল ব্যানার্জী এবং প্রয়াত সাংবাদিকের পত্নী মীনা সরকার। সভাপতিত্ব করেন বিশিষ্ট গল্পকার অশোক গাঙ্গুলী

স্মৃতিচারণে বরুণ দাশগুপ্ত বলেন, “জ্যোতি সরকার ছিলেন সাংবাদিকতার এক নির্ভীক মুখ। প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেও তিনি কখনও সংবাদপত্রের নিরপেক্ষতা বিসর্জন দেননি। সার্কিট বেঞ্চ থেকে সীমান্ত সমস্যা—উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর রিপোর্ট পত্রিকাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।”

স্মরণসভার সাংগীতিক শ্রদ্ধাঞ্জলিতে সঙ্গীতশিল্পী মনিদীপা নন্দী বিশ্বাসের পরিবেশনা দর্শকমণ্ডলীর হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অধ্যাপক সুভাষ কর্মকার, অলোক সুধীর সরকার, সুভাষ বক্সী, প্রদোষ চৌধুরী, অলোক সরকার, সুরজিৎ বক্সী গুপ্ত, মনিকা ঘোষ, গোবিন্দ রায়, সুমন রায়-সহ আরও অনেকে।

পুরো অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনায় ছিলেন সুব্রত বাগচী।

Civil society organizes tribute rally to remember Jyoti Sarkar unique in journalism and humanitarian values

জ্যোতি সরকারের প্রতি এই সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি যেন হয়ে উঠল এক মানবিক ও সাংবাদিক মূল্যবোধে ভরা সন্ধ্যার প্রতিচ্ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *